আবেদনের নিয়ম

আবেদনের নিয়ম

ধাপ ১ঃ আবেদনের পূর্বে আবেদনের সকল নিয়ম কানুন সম্পূর্ণ ভাবে পড়ে বুঝে নিতে হবে।

ধাপ ২ঃ আবেদনের পূর্বে সকল তথ্য হাতের পাশে রাখুন।

ধাপ ৩ঃ http://fia.edu.bd/ ওয়েবসাইটেে এসে ভর্তি কর্ণারে এসে “অনলাইন আবেদন“ ক্লিক করে অনলাইন আবেদন ফর্ম ওপেন করে নিতে হবে।

ধাপ ৪ঃ ভর্তি ফর্মের তথ্য পূরণ করার সময় (*) তারকা চিহিৃত তথ্য গুলো অবশ্যই পূরণ করতে হবে। অন্য তথ্য গুলোও অবশ্যই পূরণ করতে হবে। সকল তথ্য সঠিক ও সত্য তথ্য প্রদান করতে হবে। ভূল ও মিথ্যা তথ্যে আবেদন বাতিল বলে গণ্য হবে।

ধাপ ৫ঃ স্পষ্ঠ রঙ্গিন ছবি আপলোড করতে হবে।

ধাপ ৬ঃ আবেদনের পরে প্রিন্ট কপি সংগ্রহ করে বিদ্যালয়ে জমা প্রদান করতে হবে।

ধাপ ৭ঃ আবেদনের ফলে প্রাপ্ত শিক্ষার্থী আই.ডি ব্যবহার করে ১২ ঘন্টার মধ্যে ভর্তি ফর্মের ফ্রি প্রদানের মাধমে আবেদন সম্পূর্ণ করতে হবে। ফ্রি প্রদানে ব্যর্থ হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।