Frequently asked questions
শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয়?
বিবেক-জ্ঞান-বুদ্ধি ও মনুষ্যত্বের কারণে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। সততাণ্ডনীতি-নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। স্বামী বিবেকানন্দের মতে, প্রত্যেক শিশুই অনন্ত শক্তির অধিকারী, সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করতে হবে। যে কাজটি শিক্ষক সব বাধা অতিক্রম করে সুনিপুণভাবে সম্পন্ন করেন, যাতে শিশুর জীবন ও চরিত্র গড়ে ওঠে প্রকৃত মানুষ হিসেবে। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন।
জীবনে সফল হওয়ার মূলমন্ত্র কি?
এই পৃথিবীর প্রতিটি মানুষই সফল হতে চায়। মানুষকে সফল হতে গেলে যেসব গুনাবলি তার নিজের মধ্যে থাকা দরকার তা হল:
১.লক্ষ্য নির্ধারণ করা
২. নিজের আত্ম-বিশ্বাস বাড়ানো
৩. চরিত্র ঠিক রাখা
৪. নিজের দক্ষতা বাড়ান
৫.নিজের কাজকে শ্রদ্ধা করুন
৬.সময়ের সঠিক ব্যবহার।